মায়ের কাছে চিঠি কলমে জেরিন জাহান দিশা
তারিখ: ২১/৯/২০২৫
প্রিয় মা,
কেমন আছো মা? আশা করি ভালো আছো ? আমি ও ভালো আছি। তোমাকে লিখতে বসে হঠাৎ মনে পড়ল ছোটবেলার সেই দিনগুলো, যখন তোমার কাছে আমি একটু একটু করে ছড়া শিখতাম আমি ক্ষুধার্ত থাকলে তুমি নিজ হাতে খাইয়ে দিতে। । আজ ও সেই দিনগুলোর স্মৃতি আমার হৃদয়ে উজ্জ্বল হয়ে আছে।
মা, আমি জানি আমি সবসময় তোমাকে সময় দিতে পারি না, কিন্তু প্রতিনিয়ত তোমাকে ভাবি। তোমার হাসি, তোমার দোয়া, তোমার ভালোবাসা এসবই আমাকে আজকের আমি বানিয়েছে। জীবন যতই ব্যস্ত হয়ে উঠুক না কেন, তোমার চিন্তা আমার সঙ্গে সবসময় থাকে।
মা, তুমি সবসময় আমাকে শিক্ষা দিয়েছো ধৈর্য ধরতে, ভালোবাসতে, এবং মিথ্যা কথা না বলতে। সেই শিক্ষা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমি চেষ্টা করি যেন তোমার সব আশা, তোমার স্বপ্ন, সব পূর্ণ করতে পারি।
তোমার কাছে আসার, তোমাকে ঘিরে থাকার, তোমার হাত ধরার সুযোগ খুব কম মেলে। তাই আজ চিঠির মাধ্যমে অন্তরের অনুভূতি তোমাকে পাঠালাম। মা, আমার ভালোবাসা সবসময় তোমার সঙ্গে আছে।
ইতি,
জেরিন জাহান দিশা
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.