মিথ্যাবাদী
আয়েশা সিদ্দিকা
মিথ্যাবাদীর মিথ্যা গুলো কেমন কেমন,
একটু একটু অন্য রকম।
বুঝতে পারি প্রতিদিন,
বলি না কিন্তু সবসময়।
মিথ্যাবাদীর মিথ্যা গুলো কেমন কেমন,
ভাবতে তাকে সারাক্ষণ।
জানে না তার মিথ্যা গুলো বুঝতে পারে,
তার কথায় সব আপনজন।
মিথ্যাবাদীর মিথ্যা গুলো কেমন কেমন,
বোকা বানাতে চেষ্টা করে সারাক্ষণ।
বুঝে না সব বুঝতে পারি,
শুনতে লাগে বিরক্ত কর।
মিথ্যাবাদীর মিথ্যা গুলো কেমন কেমন,
ঝগড়া করতে চাই সারাক্ষণ।
ঝগড়ার মধ্যে কিন্তু ধরতে পারি,
কোনটি আসল আবার কোনটা নকল।
আরো পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.