মুক্তি
রওনক জাহান বৈশাখী
চেয়েছিলাম, খোলা আকাশের নীচে দাঁড়িয়ে নিব এক সুদীর্ঘ নিঃশ্বাস,
কিন্তু পেয়েছি শ্বাসরুদ্ধতা।
জোনাকি পোকার আলোয় বসে গল্প করব
হলো না,
হয়েছে অমাবস্যার ঘোর অন্ধকার।
ভেবেছিলাম কোনো এক কাক ডাকা ভোরে উঠে দেখবো, রক্তিম সূর্য।কিন্তু এখন আমি চার দেয়ালে আটক।
জানালার পাশে দাঁড়িয়ে যতটুক চোখ যায় তাই দেখি।
চোখে তো আবার ঝাপসা দেখি, কোমরে পাই না বল।
কারণ, আমাকে বন্ধি করেছে বৃদ্ধের নিপিড়ণতা।
সোস্যাল মিডিয়ায় কথা হয় না
কতদিন হলো দেখা হয় না,প্রীয় মানুষের মুখ।
সে ও পেয়েছে মুক্তি,
আমাকে ছেড়ে গেছে
চলে বহুদূর।
তাই তো আমি গেয়ে চলেছি মুক্তির বন্দনা।
কিছু সংক্ষিপ্ত পরিচিতি ও জীবনী >> জনপ্রিয় লেখক আরিফ আজাদের পরিচিতি ও জীবনী |
পরিচিতিঃ রওনক জাহান বৈশাখী, ২০০৬ সালের ৩০ এপ্রিল বাগেরহাট জেলার রামপাল উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.