মুক্ত খাঁচা
রুদ্র প্রতাপ
মুক্ত খাঁচা পেলে
আকাশেতে ডানা মেলে
পাখি উড়ে যায় বহুদূর,
থাকে না তার হিতাহিত জ্ঞান
থাকে না পিছু টান
সে মুক্ত আকাশে উড়তে চাই ভরপুর।
খাঁচায় বদ্ধ করে
যদি শেখাও বুলি তারে
তার মন থাকে আনমনা,
যদি পেতো সে সুযোগ
তাহলে করত না এ নরক যন্ত্রনা ভোগ
মক্ত বাতাসে মিলত তার ডানা।
পাখির ও তো একটা প্রাণ
দি তাদের মান
তাহলে পরিবেশে হবে মধুর কলরব,
মানুষের মতো স্বাধীন জীবন
করি পাখিদের একটু স্বরণ
খুলে দি বদ্ধ খাঁচা আছে যত সব।
এই সুদীর্ঘ নীল আকাশে
মুক্ত শীতল বাতাসে
স্বাধীন ভাবে যদি যায় বাঁচা,
সবার কাছে করি একটাই প্রার্থনা
পাখিদের করো একটু করুণা
তাদের করে দাও মুক্ত খাঁচা।
আরো পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.