মুক্ত তুমি
মিতা চক্রবর্তী
যাও ক্ষমা করে দিলাম তোমায়,
ভুলিয়ে দিলাম মনের যত ক্ষত।
উড়িয়ে দিলাম স্মৃতি আর,
অভিমান শত শত।
ছেড়ে দিলাম তোমায়,
মুক্ত তোমার জীবন।
নেই কোন বোঝা,
আর নেব না তোমার স্মরণ।
তুমিই বলো না,
কম কি বেসেছিলে ভালো, করেছিলে কম যতন।
হতে পারে তা ছলনা,
আমি তো বেসেছিলাম ভালো পাগলের মতন।
তুমি ভেব না কখনো,
ন্যায় চাইতে যাব খোদার দরবারে।
আছি তো বেশ আমি,
নাগরদোলার এই কাতারে।
তুমিই বলো না আমায়,
দ্রোহীকে হারিয়ে কখনো করে কেউ আফসোস।
তবে কেন আমি,
বারবার নিচ্ছি তোমার খোঁজ।
ভুলিনিতো কিছুই আমি,
আছে সবই মনে।
তোমার দেওয়া স্বপ্ন বেদনা,
মনে পরে ক্ষণে ক্ষণে।
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.