মুজিব
নাদিয়া রিফাত
মুজিব নামটি শুনলে
হাসি ফুটে বাঙালির মুখে।
মুজিব নামটি শুনলে
কষ্ট লাগে বাঙালির বুকে।
মহান নেতা বাংলার
মানুষের প্রতি বড্ড মায়া।
অসহায় দুঃখীদের
ছিলো সে বৃক্ষের মত ছায়া।
কত অন্যায়ের বিরুদ্ধে
বঙ্গবন্ধু দাড়িয়েছে পাশে।
বাঙালিদের হাসি দেখে
মহান নেতা যেন হাসে।
শেখ মুজিব জেগে আছে
আজও শত বাঙালির মনে।
শত বাঙালি মন কাঁদে
সে মহান নেতার স্মরণে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.