মৃত্যুপুরী ফিলিস্তিন
শামীমা বেগম
কোথায়, কোথায় আজ
বিশ্ব মানবতা?
একবারও কি চোখের সামনে ভাসে না,
ইসরায়েলের নির্মম বর্বরতা?
ফিলিস্তিনের কান্নার আওয়াজ কি
এখনো কানে পৌঁছায় নি?
মৃত্যুপুরী ফিলিস্তিনের কান্না,
কবে বিশ্ব মানবতাকে নাড়া দিবে?
আর কত কান্না শোনার পর
ঘুম ভাঙবে তোমাদের?
আর কত রক্ত ঝরালে
নড়ে উঠবে বিশ্ব মানবতা?
নাকি পৃথিবীতে মানবতা,
আর মনুষ্যত্ব বলতে কিছুই নাই!
হে আল্লাহ! রক্ষা কর
রক্ষা কর, ফিলিস্তিনিদের।
তোমার কুদরতি হাত দিয়ে,
দাও বাড়িয়ে ঈমানী শক্তি।।।
কবি পরিচিতিঃ কবি শামীমা বেগমের জন্ম ২০০০ সালের ২রা ফেব্রুয়ারি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানার মানিক কোনা গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে। তার মায়ের নাম সালেহা বেগম এবং পিতার নাম আতাউর রহমান। মাধ্যমিক ২০১৬ ও উচ্চ মাধ্যমিক ২০১৮ সালে মানিক কোনা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে পাশ করেন। বর্তমানে স্নাতক ৩ য় বর্ষে অধ্যয়নরত এবং একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।শৈশব কাল থেকেই সাহিত্যের প্রতি এক অন্যরকম টান ছিলো। তার কবিতায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, বিদ্রোহ, স্বাধীনতার চেতনা, ভালোবাসা বিদ্যমান।ইদানিং তার কবিতা বিভিন্ন কাব্যগ্রন্থ ও ম্যাগাজিনে প্রকাশিত হচ্ছে। অমর একুশে বইমেলা ২০২১ উপলক্ষে তার প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থগুলো হলো ১/কবির কবিত্য. ২/ হাজার কবির হাজার কাব্য. ৩/সুনন্দ প্রহেলিকা. ৪/ শতকাব্য-১. একক কাব্যগ্রন্থ ' তবুও বেঁচে আছি ' অপেক্ষমাণ উপন্যাস " খেলাঘর " । এক একটি কবিতা তার কাছে নিজের সন্তানের মতো প্রিয়।লেখালেখির মাঝেই তিনি বেঁচে থাকতে চান অন্ততকাল।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.