যাযাবর
উম্মি হুরায়েরা বিলু
এই মিছে দুনিয়ায় আছি
যাযাবরের বেশে,
কবর মাঝে থামবো মোরা
গিয়ে অবশেষে।
টাকা পয়সা গাড়ি বাড়ি
থাকবে পড়ে সব,
বন্ধ হবে সেদিন মোদের
সকল কলরব।
আমল ছাড়া সাথে সেদিন
যাবে না তো কিছু,
এই দুনিয়ায় ছাড়ছি না তো
আমরা পাপের পিছু।
হাশর দিনে দয়া করো
হে প্রভু দয়াময়,
আমল যেন করতে পারি
থাকতে হাতে সময়।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.