বর্তমানে সময়ে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধার আরেক নাম প্রবাসী। আমাদের দেশের অধিকাংশ মানুষ বাইরের দেশে কাজ করতে যায়। যার ইনকাম বা আয় থেকে তাদের পরিবারে সাথে আমাদের দেশ কতটা উপকৃত হয় তা বলে বোঝানো সম্ভব না। বাংলাদেশের অংশ বা সংখ্য গরিষ্ঠ মানুষ হচ্ছেন সৌদি আরব প্রবাসী। বরাবরের মতো সৌদি আরবে বাংলাদেশী শ্রমিকের চাহিদা অনেক বেশি। তাছাড়া উভয় দেশ মুসলিম কানট্রি হওয়া ধর্মী দিক থেকে আমাদের কিছুটা ভালোবাসা কাজ করে। আজকে আমরা জানবো ৭টি সেরা কাজ সম্পর্কে যেগুলো কাজে সৌদি আরবে বেতন বেশি, যে ৭টি কাজে সৌদি আরবে বেতন বেশি ২০২৪।
আমরা আরো জানবো সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি। চাহিদা সম্পূর্ণ কাজ গুলোতে আপনি দক্ষ হয়ে থাকলে খুব সহজে দেশের বাইরে যাওয়া সম্ভব। অনেক সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি গুলোতে আমরা দেখতে পাই ১০ হাজার বা ১ লাখ কর্মী নিচ্ছে সৌদি আরব বা বিদেশী কোন দেশ। এ সময়ে উলেখ্য থাকে অভিজ্ঞা সম্পূর্ণ ব্যক্তিদের বেশি আগ্রাধিকার দেওয়া হবে। সুতরাং দেশের বাইরে যাওয়া চিন্তা ভাবনা থাকলেে এ আর্টিকেল টি আপনার জন্য। তাই আজকে তা জেনে তার উপর কাজ শিখে নিজেকে দক্ষ হিসেবে গড়ুন।
পরিশ্রম ছাড়া কোন কাজেই বেতন বেশি হবে না। কিছু পরিশ্রম আছে আগে করতে হয় আর কিছু পরিশ্রম পরে করতে হয়। যে পরিশ্রম আগে করতে হয় সেটা হচ্ছে পড়াশোনা আরেকটি হচ্ছে কারিগরি শিক্ষা। এ ধরনের কাজে পরে পরিশ্রম কম তবে সম্মান বেশি। আমরা নিজেকে এধরনের কাজে দক্ষ করার চেষ্ঠা করবো আর কিছু কাজ আছে যেগুলো পূর্ব সল্প অভিজ্ঞতা আর দক্ষতা লাগে। পরে প্রচুর পরিশ্রম করতে হয়। এগুলো কাজেও বেতন বেশি হয়।
[caption id="attachment_11281" align="alignnone" width="1280"] যে কাজে সৌদি আরবে বেতন বেশি[/caption]
তাছাড়া সৌদি আরবের বেতন সম্পর্কে সাধারণ কথা বলতে গেলে, এটি পেশাগত অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, কাজের ধরণ, প্রতিষ্ঠানের ধরণ এবং অনেক অন্যান্য পার্যাপ্ত তথ্যের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হতে পারে। প্রবাসীদের জন্য সৌদি আরবের প্রতিষ্ঠানের বেতন সাধারণভাবে মুদ্রার (Saudi Riyal) অংকন করা হয়। এছাড়াও, সরকারি ও বেসরকারি সেক্টরের বেতন বেশি পার্যাপ্ত তথ্য দেওয়ার পুর্বে সেটি পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। নিচে আপনাদের জানাবো আমেরিকান ডলার ও সৌদি আরবের কাজের বেতন কত।
সংখ্যা | কাজের নাম | বেতন |
০১ | গ্রাহক সেবা | $39,765 |
০২ | সিভিল ইঞ্জিনিয়ারিং | $32,506 |
০৩ | অফিস ম্যানাজার | $31,204 |
০৪ | মেকানিকাল | $30,743 |
০৫ | নির্বাহী সহকারী | $25904 |
০৬ | ফার্মাসিস্ট | $20,527 |
০৭ | হিসাব রক্ষক | $18,000 |
০৮ | রিসেপশনিস্ট | $15,051 |
০৯ | ওয়েটার | $14,362 |
সময়ের সাথে বদলে যাচ্ছে চাহিদা। বদলে যাবারি কথা, যেখানে প্রযুক্তি এতো উন্নত সেখানে কর্মীর জায়গায় কাছে করছে রোবট। এখন সময়ের সাথে যাচ্ছে কর্মসংস্থান। এক সময় যেগুলো কাজ মানুষ করতো সেগুলো কাজ করে মেশিন বা রোবট। আর সেই কাজ গুলোই বা মেশিন গুলো পরিচালনা রক্ষণাবেক্ষণেট জন্য লাগছে লোক। এখন নিজে থেকেই বিবেচনা করে দেখুন। আগে কাজ করতে হতো, এখন মেশিন বা রোবটের রক্ষণাবেক্ষণ করতে হচ্ছে। যাই হোক এটা উদাহরণ ছিলো। বর্তমান সময়ে আপনি যদি সৌদি আরবে আসতে চান তবে অবশ্যই চাহিদা সম্পূর্ণ কাজ গুলো করার জন্য আসবেন। যেগুলো সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ্য করা হয়েছে...
আরো পড়ুনঃ বাবাকে নিয়ে স্ট্যাটাস, ১০১ টি সেরা লাইন শুধুমাত্র বাবা'র জন্যই |
[caption id="attachment_11280" align="alignnone" width="1280"] যে কাজে সৌদি আরবে বেতন বেশি[/caption]
সৌদি আরবে অনেক কাজের ক্ষেত্র রয়েছে, যেগুলোতে বিপুল সংখ্যক মানুষ নিচ্ছে বাইরের দেশ গুলোতে। সেগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাজ গুলো হচ্ছে....অফিস ম্যানেজার, সিভিল ইঞ্জিনিয়ারিং আরো অনেক। এখন আমরা যারা এই কাজে জন্য সৌদি আরবে যেতে চাচ্ছি। আমাদের অনেকের মনে প্রশ্ন বা কৌতূহল থাকে যে আমরা যে কাজ করবো বা যে কাজের জন্য যাচ্ছি সেকাজের বেতন কত। বর্তমান সময়ে এসব কাজের বেতন অনেক বেশি। সৌদি আরবে কিছু কাজের জন্য বেতন অনেকটাই বেশি হতে পারে, তবে এটি আপেক্ষিক। এখানে বেতনের মান বেশি হতে পারে যেমন....
শেষ কথাঃ যে কাজে সৌদি আরবে বেতন বেশি আর্টিকেল টি লেখা হয়েছে বা আমাদের বলা কথা গুলো বেশির ভাগ সৌদি আরব প্রবাসদের কাছে থেকে সংগ্রহ করা এবং ইন্টারনেট থেকে সংগ্রিহিত। আপনার কোন বিষয় জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্টবক্সে জানাবেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.