রক্তাক্ত ভূমি
মিফরাত আক্তার ফাবিহা
শ, হাজার কোল হারানো ছেলে
পাবে কি তারা আর ফিরে?
ছুটে এসে জরিয়ে ধরবে কি মায়েরই নীরে?
বুক পেতে দিয়েছে বলে
চালাবে তুমি গুলি?কীভাবে তুমি উরিয়ে দিলে
আমার ভাইয়দের খুলি?
গুলি চালাতে হাত কাঁপে নাই ভাই?
তোমার ঘরে কি সন্তান-ভাই নাই?
কোল হারানো ছেলে মা কিভাবে সইবে?
সে কষ্ট পারবে কি তুমি বইতে?
আমার ভাইয়ের রক্ত ঝরিয়ে
রঞ্জিত করেছো দেশ,
শত মায়ের কোলের ছেলে
মেরে করেছো শেষ।
তোমাদের কোনো ক্ষমা নাই
বিতাড়িত হও তোমরা সেটাই আমরা চাই।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.