রক্ত নদী
উম্মি হুরায়েরা বিলু
বইয়েছ তুমি রক্ত নদী
আছে বলে আজ ক্ষমতা,
তোমাকে হঠাতে জেগেছে দেখ
লাখো কোটি জনতা।
ভুলেছ কি তুমি
একাত্তরের সেই ইতিহাস,
দেশ রক্ষায় লাখো জনতা
হয়েছিল লাশ।
আবারও আমরা চব্বিশে এসে
হয়ে গেছি পরাধীন,
লাখো জনতা জীবন দিয়ে
করবে দেশটা স্বাধীন।
ভেঙে যাবে ঐ মসনদ তোমার
লুটিয়ে পরবে তুমি,
মুজিব কন্যা হয়েও আজকে
হলে তুমি আসামি।
মনুষ্যত্বটা বিক্রি করে
খেয়েছ কি ঝালমুড়ি?
এখনো তুমি অন্যায় করছ
ভাবছ না হয়েছ বুড়ি।
হিসাব কষো কি জবাব তুমি
দিবে ওপারে গিয়ে,
মরবে তুমি হাজারো মানুষের
অভিশাপ সাথে নিয়ে।
ভেবে দেখো বয়স তোমার
হয়ে গেছে আশি,
এই বয়সে মানুষ মেরে
মুখে তোমার হাসি।
কানটি পেতে শোনো তুমি আজ
বলছে দেশবাসী,
মুজিব কন্যা শেখ হাসিনা
ঠিন যেন রাক্ষসী।
ক্ষেপেছে জনতা এবার তোমার
গলায় পড়াবে ফাঁসি,
আমরা বাঙালি দেশটাকে যে
বড্ড ভালোবাসি।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.