রিমঝিম বৃষ্টি
সামিদুল ইসলাম
রিমঝিম রিমঝিম বৃষ্টি
কি এক অপরুপ সৃষ্টি
মেঘ ডাকে সেই জোর
এই যেন হবে ভোর।
ছাড়ছে না আর বুঝি বৃষ্টি
কি এক অপরুপ সৃষ্টি।
খোকা বাবু ঘুম পায়
মেঘ এসে ডেকে যায়
চাষী ভীজে বৃষ্টি তে
ফসলে গড়ে তোলে কৃষ্টি
কি এক অপরুপ সৃষ্টি
এই বুঝি নামবে বৃষ্টি।
ব্যাঙ ডাকে ঘ্যাং ঘ্যাং
সাপ করে নিদারুণ খেলা
মেঘ আছে বৃষ্টি হচ্ছে
স্রষ্টার কি এক অপরুপ খেলা।
কবি পরিচিতিঃ কবি মোঃ সামিদুল ইসলাম, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সিহালী ফকির পাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।পিতা মোঃ সিরাজুল ইসলাম পেষায় একজন কৃষক। মাতাঃ মোছাঃ ছামেদা বিবি পেশায় গৃহিণী। পড়ালেখা সরকারি আজিজুল হক কলেজ, পরিসংখ্যান বিভাগে, স্নাতক সম্মান।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.