লাঞ্চিত জনতার কথা
আফরোজা আফরিন
দিন-রাত এক করে
গড়ে তুললাম তোদের মাথার ছাদ,
ইট বালি সিমেন্ট টেনে তোদের জন্য ক্ষত করলাম কাঁধ,।
সহে গেলাম শত লাঞ্চচনা
তবু তুদের মতো দানবদের হাত থেকে এক মুঠো তৃপ্তির অন্ন মোদের জন্য জুটলোনা।
কুলি হয়ে বয়ে বেড়ায় আজও তুদের
ভারি ভারি জিনিসের বস্তা মোরা,
শ্রমের বিনিময়ে মূল্য তো পাই-ই না,
বরং খেতে হয় লাথি, চর, কিল আর সইতে হয় রোজ আরও কত বঞ্চনা ।
মাথার ঘাম পায়ে ফেলে
দিয়ে যাচ্ছি যাদের আরাম-আয়েশ আর আনন্দের জলধারা,
তাদের হাতে কেমন করে এক তৃষ্ণার্ত মজুরের তৃষ্ণা মেটাতে এক ফুটা জল হাসিমুখে ওঠেনা!!
আরে ওই দানবেরা,
চোখের পর্দা সরিয়ে ভেবে দেখ,
এই অবহেলিত,লাঞ্চিত জনতা থেমে গেলে তুদের এতো সুখের জীবনধারাও এক পলকেই হয়ে যাবে শেষ।
আরো পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.