লিখবে কোথায়?
নুসরাহ বিনতে আলতাফ
হালবের ধ্বংসস্তুপ থেকে উড়ে যাওয়া ফিনিক্স পাখিটার অস্তিত্ব কেমন জানি উবে গেছে!
কুন্দুজের নিষ্পাপ রক্ত কেন জানি আর কথা বলছে না!
গাযার যুদ্ধ বিদ্ধস্ত আসমানে জান্নাতুল ফেরদৌসের সুরভী খেয়া বারবার নেমে আসছে!
বাইতুল মাক্বদীসের ফ্লোরে নাবিলা নওফেলের স্নিগ্ধ রক্ত কেমন থমকে আছে!
রামাল্লার ধুলি ধুসরিত বাতাসে কেমন নিস্তব্ধ শোকের উপস্থিতি!
বিলকিস বানুর পেট চিরে সন্তান পোড়ানো ব্যথার প্রেতাত্মারা নতুন করে মিছিলে নেমেছে!
আফিয়ার জেল-জুলুম এক অসহায় বিদ্রোহীর কলমকে সচল করেছে!
কিন্তু ডায়েরীর সাদা পেজ তো রক্তে রঞ্জিত!
কোথায় লিখবে সে?
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.