সাদা মেঘ আর ফুল শরৎ আকাশে,
কি উত্তাপ্ত রোদ দেখ তবু মেঘ ভাসে।
কাঁশফুলে ভরে উঠে নদীর দু কূলে
খেঁক শিয়ালের বিয়ে রোদ বৃষ্টি হলে।
ঝিরি ঝিরি বায়ু বয় নদীর দু তীরে,
মেঘে রোদ আড়ালেতে শীত শীত করে।
ভোর আর সাঁঝ বেলা হালকা কুয়াশা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে শরতের পাশা।
রোদ বৃষ্টি এক সাথে পথ ঘাট কাদা
গগন গায়ে রংধনু সাত রঙ্গে বাঁধা।
দিনে লাগে বেশি তাপ রাতে শীত পায়
বিলের বুকে কৃষক ধান বুনে যায়।
ঘরে ঘরে মধু ভাত মায়ে তৈরি করে
পিঠা আরো উৎসব বাঙালীর ঘরে।
শরতের আকাশে সাদা মেঘের ভেলা
নদী তীরে কাঁশফুল দেখে কাটে বেলা।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.