শিকলবেরি
খাদিজা খাতুন
শিকলবেরি পড়িয়ে আপনাকে ধরে রাখার সাধ্য আমার কখনোই ছিল না।
তাই আমি আপনাকে ধরে রাখতে চেয়েছিলাম ভালোবাসার বাঁধনে।
কিন্তু আপনি আমাকে এমন ভাবে ছেঁড়ে গেলেন—
যেন আমাতে আপনার অস্তিত্ব কখনও ছিল না।
ঠিক যেভাবে কচু পাতার উপর থেকে পানি গড়িয়ে পড়ে।
অথচ আমার সমস্ত অস্তিত্ব জুড়ে রয়েছেন আপনি—
ঠিক পানি যেমন কচু গাছের সম্পূর্ণ অস্তিত্ব জুড়ে থাকে ।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.