শিক্ষা
দীপ দাশ নিশান
"বেশ লজ্জা পেয়েছি আজ, কাঁদছি আমি তাই,
পঞ্চগুরুর একজন আপনি, শিক্ষক-বড়ভাই।"
ছাত্রের খুব কষ্ট হলো- শুনে মায়ের কথা,
শিক্ষক যখন হয়েছি তোর, আমিও পেয়েছি ব্যাথা।'
ভালো মন্দ বিচার না করে, সবই দিলি বলে,
ছাত্রের নত হয়ে গেলো, কলংকের মহাভারে।
ছাত্রকে স্যার ডাকলেন কাছে, কাঁধে রাখলেন হাত,
আশ্বাস পেল ছাত্র এবার, হবে সাতখুন মাফ।
বলবেন স্যার, ভাবছে সবাই, দেখছে সবাই রঙ্গ,
ধমক শুনে ছাত্রের তখন, কাঁপছে সর্কল অঙ্গ।
"দোষটা আমার বুঝিনি স্যার- বলেছি সত্য কথা,"
"চুপ থাক বেয়াদপ তুই, করবো জুতা পিটা।
এমন অনেক কথা আছে, মনেই রাখতে হয়,
ব্যক্তিত্ব- সবাই বলে তাকে, ব্যক্তির মনে রয়।
ভালোবাসা আজ হারালি কিছু, নিজের ভুলের ফলে,
ব্যক্তিত্ব যা ছিলো তোর, ভাসলো পঁচা জলে।
উপদেশ দিলাম, উপদেশ তুই পালন করতে শিখ,
উর্ধ্বে দু'হাত বাড়িয়ে দিয়ে, ভবিষ্যৎ কে দেখ।
সময়ই তোকে বুঝিয়ে দিবে, ভবিষ্যৎ মানে কী?
'বিবেক'-ই হলো সেরা আদালত, বাকি সবই মেকি।।
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.