কবি ও গীতিকার শাহারুল ইসলাম সুজন দু'বছর ধরে ইসলামী সংগীত নিয়ে কাজ করে চলেছেন। ইতিমধ্যে তার লেখা বেশ কিছু সংগীত রিলিজ হয়েছে। এর মধ্যে “মিছে আশা” শিরোনামের সংগীতটি শিল্পী তাহসিনুল ইসলামের কণ্ঠে কলরব শিল্পীগোষ্ঠীর ইউটিউব চ্যানেল হলিটিউনে রিলিজ হয়েছিল, যেটি এপর্যন্ত ৪৭ লক্ষ বারেরও বেশি দেখা হয়েছে!
আগামী ১ জানুয়ারী ২০২৩ এ মুক্তি পাবে ক্ষণিকের জীবন শিরোনামে বাস্তবধর্মী একটি সংগীত। শাহারুল ইসলাম সুজনের লেখা এই সংগীতটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন কলরবের জনপ্রিয় শিল্পী ইকবাল মাহমুদ।
সংগীতের কথাগুলো-
ক্ষণিকের জীবন জুড়ে মিছে মায়া-
কখনোবা রঙিন ~ কখনোবা ছায়া।
জীবন বয়ে চলা তটিনীর মতো-
ভাঙা-গড়া জীবনে চলে অবিরত ||
জীবনে পার করা প্রতিটা সময়-
আসা-যাওয়া নতুনের ঘটে পরিচয়।
ভালোবেসে বহুজন বাঁধে বুকে ঘর-
গড়ে তোলে শান্তি-সুখের বাসর।
একদিন তাঁরাও হয়ে যায় গত...
স্বার্থের জালে গাঁথা জীবনের খাতা-
ভুলের সমাহার তার যত পাতা।
ভবের মেলায় এই রঙের খেলায়-
মোহমায়া জীবনে আনে পরাজয়।
হৃদয়পুরে জমে দুখ-জ্বালা, ক্ষত...
তারা সুস্থ সংস্কৃতির পথে নিরলস কাজ করে যাচ্ছেন। তাদের জন্য শুভকামনা রইল।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.