
শীতের সকাল
~ নাজমুন নাহার খান
শীতের সকাল, কুয়াশার চাদর
নরম রোদে সোনালী ভোর।
দেয়ালে দেয়ালে শিশির হারে,
চুপিচুপি হেঁটে যায় কুয়াশা দ্বারে।
চায়ের কাপের ধোঁয়া ওঠে,
কাঁপে ঠোঁট, কথা ছোটে।
নরম কম্বলে ঘুমের টান,
জাগতে ইচ্ছে করে না খানিকক্ষণ।
পাখিরা ডাকে মিষ্টি সুরে,
শীতের ছোঁয়া ঘাসের চূঁড়ায়।
হাত গরম রাখে সকালের রোদ,
শীতের সকাল — এক মধুর মোহ।
মা ডাকে পিঠার টানে,
চুলার ধোঁয়া উঠে আনে।
খেজুর রসের মিঠে ঘ্রাণ,
মনে জাগায় হাজার প্রাণ।
পুলি পিঠা, পাটিসাপটা,
হাতে গুঁড়ের ভরা হাঁড়া।
শীতের সকাল, হাসির আলো,
স্মৃতির পাতায় রয়ে যাক চলো।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.