শেষের শুরু
খাদিজা খাতুন
জোৎস্না মরে গেলেই—
কালো অন্ধকার ঘনিয়ে আসে।
বর্ষা বিদায় নিলেই—
খাঁ খাঁ রৌদ্রের দাপটে নদীর বুক চিরে চড় জেগে ওঠে।
সত্যের কন্ঠস্বর দমে গেলেই—
মিথ্যার উত্তাল ঢেউ ভাসিয়ে নিয়ে যায় মানব কূলকে।
মানবতার মৃত্যু হলেই—
নৃশংসতায় মেতে উঠে মানুষ রূপি পশু সমাজ।
শহিদের রক্ত শুকিয়ে গেলেই—
ক্ষমতার অপব্যবহার শুরু হয় রাষ্ট্রের আনাচে কানাচে ।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.