

শেষ জুম্মা
~ নাজমুন নাহার খান
শেষ জুম্মার দুপুর এলো,
মনে কত প্রশ্ন জ্বলো।
আরো এক বছর পার হলো,
আমল কি কিছু বাড়লো?
দুনিয়ার মোহে ভেসে গিয়ে,
ফরজ অনেক ভুলে গেছি।
গোনাহর পথ ধরেছি বেপরোয়া,
তাওবার দরোজা রাখি কি খোলা?
আজকের জুম্মা, শেষ একবার,
আল্লাহর কাছে ফিরে চাওয়ার।
দুনিয়ার হিসাব ভুলে গিয়ে,
আখিরাতকে রাখো সামনে নিয়ে।
আযানের সুরে ডাক পড়ে,
হৃদয় কেন জেগে না আবারো?
এই শেষ জুম্মা কাঁদিয়ে দিক,
নামাজে ফিরে আনুক পথ ঠিক।
রুকুতে বলি, “সুবহান রাব্বিয়াল আজিম”,
সিজদায় পড়ি চোখের পানি জমে ভীষণ।
হে প্রভু! আমার অন্তরকে করো নরম,
মাফ করে দাও সব ভুলের ধরন।
হে রাব্বুল আলামিন!
এই শেষ জুম্মা হতে তাওবার শুরু হোক,
হৃদয়ে গুনাহর বোঝা যেন আজই ঝরুক।
নব আমলে চলি তব হুকুমে,
জান্নাতের পথে, তওহীদের কসমে।
🌙 জুম্মা মোবারক!
এই শেষ জুম্মা হোক গুনাহ মোচনের,
দয়া ও রহমতের বারতা বয়ে আনার দিন।
اللهم اجعلنا من التائبين، واغفر لنا ما مضى، وارزقنا عمراً في طاعتك.
آمين يا رب العالمين.
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.