সংগ্রাম
মোঃ সোলায়মান হোসেন
সংগ্রামের লড়াই যেন মনে হয় আগুনেরই কণা
আগুনের চেয়েও কঠোর হয় সংগ্রামের কথা,
সংগ্রামে ঝাপিয়ে পড়ে লক্ষ মুক্তি সেনা
মনের যত কথা,মিটিয়ে দেয় দেনা।
সব ঋণ শোধ হয় সংগ্রামের পথে
স্বাধীনতা ফিরিয়ে আনবেই আজ সবার হাতে,
সংগ্রাম করে যারা দিয়েছে প্রাণ
তারাই মানুষ,তারাই দেবতা গাহি তাহাদের গান।
সংগ্রাম মানেই হলো লক্ষ প্রতিষ্ঠা
সকল মানুষ আপন মনে করছে যে চেষ্টা,
যেসব মানুষ সংগ্রামে দিয়েছে যত শত
তারাই এখন পৃথিবীতে হয়েছে সমুন্নত।
কবি পরিচিতি: মোঃ সোলায়মান হোসেন। তাঁর বাবার নামঃ স্বপন হাওলাদার এবং তাঁর মায়ের নামঃ হাসিনা। কবির স্হায়ী ঠিকানা বরিশাল জেলার মুলাদী উপজেলায় দড়িচর-লক্ষীপুর গ্রাম। বর্তমান ঠিকানা, পশ্চিম কাউনিয়া (হাওলাদার সড়ক, সোবহান মিয়ার পোল) বরিশাল।
স্কুলের নামঃ কাজীরচর মাধ্যমিক বিদ্যালয়।
কলেজের নামঃ অমৃত লাল দে মহাবিদ্যালয়।
(একাদশ শ্রেণীতে অধ্যায়নরত),,বিভাগঃ বিজ্ঞান।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.