সব শেষে ডাক এল..!
~ মালুফা ইসলাম
ঘুমন্ত ধরণীর শেষপ্রান্তে,
মেঘমালা যখন বিশ্রান্তে।
নিশ্চুপে আমি পালপিট রক,
এঁকে নিয়েছি আকাশের ছক!
উড়ছিলাম অ্যামাজনের আকাশে
শুনলাম স্কারলেট ম্যাকাও বলে দিচ্ছে,
ধ্বংস ধ্বংস ধ্বংসের পর,
বন উজাড় করে তৃণভূমি হচ্ছে।
ডুবেছিলাম প্রশান্তের পাতালে,
ডুবন্ত শহরের খোঁজে।
পাথরের প্রাচীরের শ্যাওলে;
পাতালপুরী আছে চোখ বুজে!
গিয়েছিলাম আইসল্যান্ড ভ্রমণে;
মেরুজ্যোতির কী বর্ণিল নাচ!
আগ্নেয়গিরির সে কী অগ্ন্যুৎপাত!
নরকের কঠিনীকৃত করা যায় আঁচ!
এসেছি সেন্টিনেল আইল্যান্ড;
নির্জনতায় হারাবো বলে!
অস্থির পৃথিবীর ঘুম নেই,
গোর বললো এসো আমার কোলে!
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.