সাত্বনা
আহমাদ ওসমানী
একটুখানি হাসি দিয়ে
মনটাকে দেই সান্ত্বনা,
মন পাখিটা কোনমতেই
পোষ মানতে রাজি না।
শান্তি নাই এই মনেতে
নানারকম ক্লেশ!
ক্লেশের মাঝে ছদ্মবেশে
আমি আছি বেশ।
দুঃখ আমার আপন বন্ধু!
পিছু ছাড়তে রাজি না,
দেখছি আমি সুখ নদীতে,
ভিরতে আমায় দিবে না!
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.