সুহাসিনী শ্রেয়সী
আসিফ মাহামুদ
নব রূপালী নয়া কবি!
হে! শাশ্বত শ্রেয়সী রবি।
তুমি বণিকের দেশে
শহুরে কন্যা।
পরিচ্ছন্ন সুন্দরী।
একালে যদি কোন কাব্য রচিত হয়।
তার নির্জনে যদি সৃষ্টি হয় কোন ঝর্ণা।
তাহলে তুমি সেই কালের!
সেই কাব্যের!
ঝর্ণা'র ফোটা ফোটা শ্রেয়সী।
যদি পূনর্জম্ম হয় কবি পাঠকের।
এই ভুবনে!
এই পৃথ্বীতে।
আবার যেন তোমায় আলাপ আলপনায় গেঁথে নিতে পারি
হে! প্রেমময় কবি!
তুমি বন্ধন ভালোবাসা জুড়ে আবার
বঙ্গে আসিও অর্ণা কন্যা সুভাষিণী শ্রেয়শী রবি।
উৎসর্গ - শ্রদ্ধেয় কবি Karishma Wazed Sreyoshi
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.