সোনাই নদ
কবি শেখ মোঃ মাহবুবুর রহমান
হে নদ!তোমায় হেরিয়া মজিনু প্রেমে
তোমার ই জল হাতে নেয় নিচে নেমে,
যখনি প্রথম দেখিনু তোমায় হায়!
পুষ্প বৃষ্টি পুলকে চিত্তে যায়।
ভারত হন্তে নেমে আসা নীল জল
তোমারি বক্ষে ভরে যায় পুরো তল,
শীতল সলিল পুত হেথা হোথা চাহি
অনুরূপ আর কোথাও গো হেরি নাহি।
অভিমুখে গিরি দু'পাশে রহিছে গাছ
জেলেরা সেথায় জাল দিয়া ধরে মাছ,
চিকচিক করে নদে বালু আর কাদা
বাতে দোল খায় তীরে কাশফুল সাদা।
রমনীরা এসে নিয়া যায় জল তুলে
ডুবাডুবি করে কচিকাঁচা ছেলে পুলে,
পথিক তেষ্টা মেটায় এ জল খেয়ে
গান কহে নদে নৌকা চালিয়ে নেয়ে।
পবনে নদের জলে দেখি উঠে ঢেউ
মাঝে মাঝে বসে থাকে নদ তীরে কেউ,
সাঁতার কাটিয়া ভিজিলাম সারা কদ
স্বামীর অতুল সৃজন সোনাই নদ।
সংক্ষিপ্ত পরিচিতিঃ শেখ মোঃ মাহবুবুর রহমান, জন্মস্থান কিশোরগঞ্জ জেলা ইটনা উপজেলায় মৃগা ইউনিয়নের গজারিয়াকান্দা গ্রামে। বর্তমানে তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া গ্রামে থাকেন । পড়াশোনা করেন পাড়ুয়া নোয়াগাঁও ইসলামীয়া দাখিল মাদ্রাসায়।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.