স্মৃতির পাতা
নুসরাত জাহান নূর
এই বৃষ্টিস্নাত বিকেলে,
আজও তোমার অপেক্ষায় দাঁড়িয়ে।
তুমি কি আসবে আমার কাছে!
আমি আজও ভাবি তোমার কথা,
ভাবি একই সাথে বুনো স্বপ্ন গাঁথা।
তুমিও কি ভাবো আমার কথা?
নাকি স্মৃতির গহীনে হারিয়ে ফেলেছো,
ভাবনার সময় কোথা!
মনে পড়ে খুব বৃষ্টি ভেজা
সেই দিনগুলোর কথা,
একই ছাতার নিচে
দুজনের গল্পকথা।
স্বপ্ন
নুসরাত জাহান নূর
স্বপ্ন আমার পাখি হয়ে
নবীর দেশে যাইতে।
স্বপ্ন আমার রাত-বিরাতে
ইবাদতে প্রভুর সান্নিধ্য পেতে।
স্বপ্ন আমার ফুল হয়ে
সবার মাঝে পবিত্রতা ছড়াতে।
স্বপ্ন আমার মৃত্যুর পূর্বে
রাসুল তোমায় দেখতে।
কবি পরিচিতি নুসরাত জাহান নূর। তিনি জন্মেছেন, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামে ২০০৪ সালের ১৩ ই নভেম্বরে। পিতা মোঃ এমরান হোসেন এবং মাতা আলেয়া বেগম। তিনি লেখাপড়া পাশাপাশি লেখালেখিও করেন। |
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.