স্বাগতম নববর্ষ
আব্দুল্লাহ মাসউদ
দিন বয়ে যায় সময় চলে যায়
আগামীর পথে দ্রুত
তারই ধারাবাহিকতায় বাইশ বিদায়
তেইশ হাজির আবার নিয়ম মত।
এভাবে দিন যায় মাস আসে
আর মাসের পর বছর
ঋতু বৈচিত্রের বিচিত্র খেলায়
ঝরে যায় সময়ের এক একটা প্রহর।
একটি বছর শেষে আরেকটি বছর আসে
প্রকৃতির নিজস্ব নিয়ম ধারায়
নতুনের স্বাদ আহ্লাদ হয় বেদনা বিষাদ
যখন না কেউ প্রাপ্তির চেয়ে বেশি হারায়।
প্রাপ্তি অপ্রাপ্তিতে তৃপ্তি অতৃপ্তিতে শান্তি অশান্তিতে
যেভাবে হোক বাইশের বিদায়
চাইবো না আর নতুনভাবে আবার
উষর বুকে ধুসর শোকে যেন কেউ না হারায়।
নতুন বছরে নতুন স্বপ্ন
খায় ঘুরপাক মনের আঙিনায়
সুন্দর দেশ গড়নে চাই ঐক্যমত
হোক এক একটা ক্ষণ এক একটা সোনালী অধ্যায়।
আনন্দ বেদনায় হাসি কান্নায় অনুতাপ অনুশোচনায়
হোক যেমন বাইশ সাল টক মিষ্টি ঝাল
অশেষ শুভাশীষ নিয়ে আসুক তেইশ সাল
কাটুক যেন আনন্দ ফূর্তিতে সুখ তৃপ্তিতে সবার দিনকাল।
শুভ নববর্ষ
গোলাপ মাহমুদ সৌরভ
আজ শুভ নববর্ষ এলো
ঢোল তবলা বাজে,
ছোট বড় সকলেই যেন
বৈশাখী সাজ সাজে।
কেউবা চড়ে চড়কগাছে
কেউবা নাগরদোলা,
কেউবা কিনে বাঁশের বাঁশি
কেউবা শাখা বালা।
কেউবা কিনে মুড়িমুড়কি
কেউবা তিলের লাড়ু,
কেউবা কিনে কাঠের ঘোড়া
কেউবা মাটির গরু।
কেউবা কিনে পাতার বাঁশি
কেউবা মাটির পুতুল,
কেউবা কিনে চশমা ঘড়ি
কেউবা কানের দুল।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.