স্বাগত নববর্ষ তোমায়
অপূর্ব চক্রবর্তী
বাংলা নববর্ষ ১৪৩১ এসো আজ,
আবাহন করি স্বাগত হে নুতন তোমায়।
পয়লা বৈশাখের হাত ধরে পায়ে পায়ে
পা বাড়াও তুমি এক পা এক পা কোরে
শৈশব থেকেকৈশোর হয়ে দুড়ন্ত যৌবনে।
তারপর প্রাজ্ঞ আর প্রবীণ হবে তুমি ধীরে ধীরে
বাড়বে বয়সের বোঝা সাথে দায়িত্ব অনেক।
তোমার ওপরই যে বর্তাবে হে নুতন,
ভালো মন্দের সব দায় যত।
আকুল আগ্রহে তাকিয়ে সবাই আজ কি ভবিষ্যত
কথা লিখেছেন বিধাতাপুরুষ তোমার কপালে?
অনেক আশায় বুকবেঁধে আছেযে মানুষ হেনতুন,
সুতীব্র কৌতুহল ও আশা নিয়ে তাকিয়ে যে ওরা।
আজ বাংলার আকাশবাতাস সব মাঠ ঘাট
আনন্দে মেতেছে হে নুতন তোমার আগমনে,
যেখানে পুনর্জন্মের বাসনা রাখেসেই জীবনেরকবি
শঙ্খচিল হাঁস ভোরের কাককিংবা শালিখেরবেশে,
বাংলার আকাশ নদী মাঠ আর ক্ষেত ভালোবেসে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.