স্বাধীনতার সূর্য
কবিঃ আবু নাইম খান সেজান
বীরপুরুষ মোরা জাতে বাঙালী,
রক্ত দিয়ে চিনেছি স্বাধীনতার মুখখানি।
প্রাণের মায়া তুচ্ছ করে,
লড়েছি মোরা বীরের বেশে।
শহীদের রক্ত বীরের রক্ত,
অগ্নীর মতো দগ্ধ।
পলাশের রক্ত শিমুলের রক্ত,
বীর বাঙালির রক্ত।
লড়েছি মোরা দেশমাতৃকার টানে,
স্বাধীনতার জোয়ার উঠল মোদের মনে।
সেই জোয়ারের ঢেউয়ের টানে,
মোদের রক্ত ভেসে চলে।
একটি ফুলকে বাচাবার লক্ষ্যে,
বুকের তাজা রক্ত দিয়েছি ঢেলে।
তবু চেয়েছি তোমাকে হে স্বাধীনতা,
এসে তুমি রক্ষা করলে মোদের দেশমাতৃকা।
স্বাধীনার সূর্য উঠলো,
দেশমাতৃকা মুক্ত হলো।
মোরা এখন স্বাধীন,
আর নই মোরা পরাধীন।
পরাধীনতার গ্লানি,
মুছে দিলে তুমি।
স্বাধীনতার রক্তিম সূর্য,
পূব আকাশে উদিত হলো।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.