স্মৃতি জরানো আঙ্গিনা
মোসাঃ ইসমেতারা
আঠারো টি বছরের যে
স্মৃতি গুলো আছে,
এই আঙ্গিনায় পরে আজো
কতো কিছু গেছে।
রয়ে গেছে স্মৃতির এলবাম
হয়ে অবশেষে,
নতুন পুরাণ একাকার যে
রয়ে মিলেমিশে।
শুধু আমি নেই আঙ্গিনায়
আগে মতো করে,
পুকুর ঘাটে ফুলের গাছে
তাকালে যে পরে।
মনে অতিতের দিন গুলো
ফিরে পেতাম আগের,
মতো করে সাজিয়ে নিতাম
নিজেকে ফুলের বাগের।
কতো স্মৃতি আঙ্গিনায় যে
আজো রয়ে আছে,
পরে থাকবে কালের স্মৃতি
হয়ে মনের কাছে।
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.