হঠাৎ লেখা
কলমেঃ মমতা আক্তার মম
আজকের ভোরের রক্তিম রবি
আবিভুত হয়েছে ভেদ করে সকল- তিমির
প্রভুর উপর টেক্কা দিয়না তোমরা
তিনিত সকল কিছুর আমির,,
কাক ডাকা ভোরে ওঠে রবি
রজনীতে জাগে আবার শশী
পৌষ নিশীথের শিশির ছুয়ে
রহিম মিয়ার বেজাই বেড়েছে কাশি
বয়স তাহার ছুই ছুই আশি।
এরই মাঝে মিতালির প্রেমিক
বাজাচ্ছে তার মনোরম বাশি।।
পৌষ শেষে আসে বসন্ত
সকলে ভাবে ভালোবাসা অনন্ত,
প্রেম জীবন্ত
বসন্ত আসলেও মিতালির প্রেমিক
আছে যে ঘুমন্ত।।
নাম তাহার সীমান্ত।।।
বসন্তের আছে এক অদ্ভুত স্বাদ
আছে অবিরাম মৌহ
যাহাতে বিরাজমান হয়ে কোকিলা
ছড়াই তার তাজ্জব গান
তাহাতে জুড়াই প্রাণ মন।
পুলোকিত স্বরে
তারকা রাজি নাচে
বারে বারে
নিশীথ শেষে সকলে আবার
রবির সাধনা করে।।।।
আরো পড়ুনঃ রসুনের উপকারিতা, অজানা ১০ টি উপকারিতা সম্পর্কে জানুন |
কবি পরিচিতঃ
নাম: মমতা আক্তার মম।পিতা: মো:মহিবুল আক্তার (সরকারি চাকুরি জীবী) মাতা: মর্জিনা আক্তার (গৃহিনী)
জন্ম: ৮/৭/২০০১সালে। পেশা: শিক্ষার্থী, জেলা: যশোর, সদর। স্থায়ী ঠিকানা; যশোর
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.