হবু লাশ থেকে লাশ হলাম!
~ মালুফা ইসলাম
ভাবছি, এই দীপ্তিময় পৃথিবী ছেড়ে,
হুট করেই অন্ধকারে চলে যাবো!
যদি নিজেকেই আলোকিত করতে না পারি;
গোরের রশ্মি কোথায় পাবো?
হঠাৎ উন্নীত হলাম!
হবু লাশ থেকে লাশ হলাম!
প্রভাতে আবছা আলোয় হেঁটেছি কত,
ইশ! যদি এক চিমটি আলো রেখে দিতে পারতাম?
যদি হাঁটতে হাঁটতে তাসবিহ পাঠে বিভোর থাকতাম?
তাহলে কি আজ এতটা অন্ধকারে নিক্ষিপ্ত হতাম?
দুপুরের তীব্র সূর্যতাপ থেকে পালিয়েছি কত!
আহ! যদি কিছু টা উষ্ণতা রেখে দিতাম?
যদি কাজের ফাঁকে ফাঁকে তাওবা করতেই থাকতাম!
তাহলে কি এই গুনাহের বোঝা নিয়ে কবরে আসতাম?
রাতে চাঁদ দেখে কত ছবিই না তুলে রেখেছি!
ইশ! যদি চাঁদের মত নিজেকে স্রষ্টার আলোয় আলোকিত করতাম?
যদি রাত শেষে চাঁদের মতোই স্রষ্টার চরণে লুটিয়ে পড়তাম?
যেই যন্ত্রণা পৃথিবীর মানুষদের কল্পনারও বাহিরে!
তাহলে কি আজ এই যন্ত্রণা আমি ভোগ করতাম?
আহ! কী করলাম??
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.