হয় না কথা অনেক দিন
কলমে সুজন ইসলাম
হয় না কথা অনেক দিন
তবুও তো আছি বেশ।
অনেক কষ্টে কেটে গেছে
তোমার ভালবাসার রেশ।
কোনো কথা ইতি কথা নয়
এর পরেও থাকে কথা।
সে সব কথা মনে হলে
বুকে লাগে ব্যাথা।
তুমি কি ভুলনি আমায়
আমার অভিমানে??
নাকি আমি ভুলেছি তোমায়
তোমার অভিমানে ?
এ কথা আমি জানি তুমি জান
আর আমার সৃষ্টিকর্তা জানে।
তারপরও বলবো আমি
টাকাই সব কিছুর মুলে।
এই মাটিতে খেয়েছি হোঁচট
আবার মাটিতেই শিখেছি হাটা।
কি ভেবেছ লুটিয়ে পড়ছি
পেয়ে তোমার দাগা।
তোমার চোখে দেখেছি পৃথিবী
এখন তাহার চোখে দেখি স্বর্গ।
পৃথিবী ছুটছে আপন মনে
নেই তাহার কোনো গন্তব্য।
পৃথিবীটা দেখতে গোল
আকারে তেমনি ছোট।
ঘুরতে ঘুরতে এই আমাদের
আবার দেখা হলো।
এই দেখাই শেষ দেখা নয়
হয়তো আবার দেখা হবে।
এই নয়ন পানে চাইতে
তুমি ঢের লজ্জা পাবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.