হারিয়ে গেলে কবি তুমি
মদিনা তাবাসসুম
কবি,
তুমি এলে ছিলে বিদ্রোহী সুর
তোমার গাওয়া ভজন গুলো কতনা মধুর।
সাম্য ও সম্প্রীতি তুমি এনেছিলে,
সেই তুমি কেন আজ স্তব্ধ হয়ে গেলে?
হাসিয়েছ, কাঁদিয়েছ তুমি শীষ খসখস তানে,
ঈদের খুশিকে খুঁজে পাই
তোমার গাওয়া গানে।
ভোর হলেও দোর খোলে না আজ খুকু,
তাকে তো ডেকে দেয় না আজ আর দুখু।
সাম্য ও সম্প্রীতি তুমি এনেছিলে,
সেই তুমি কেন আজ স্তব্ধ হয়ে গেলে?
শোষণের প্রতিবাদে তুলেছিলে বিদ্রোহ,
ক্ষুরধার কলম দিয়ে ভেঙেছিলে স্বৈরাচারী ব্যুহ।
বিদ্রোহী কবি তুমি,
তুমি আজ কেন এমন স্তব্ধ,
তোমার দেখার দার কি আজ অবরুদ্ধ?
কবি,
তুমি হারিয়ে গেলে কালো মেঘের আড়ালে,
লুকালে গিয়ে তুমি কোন দুর্ভেদ্য দেয়ালে?
তোমায় আমি খুঁজে ফিরি সুনীল দিগন্তে,
হারিয়ে গেলে কবি তুমি অজানা অনন্তে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.