হৃদয়ে জন্মভূমি
সাব্বির আহমেদ
আমাদের দেশ আমাদের জান
আমাদের দেশ আমাদের প্রাণ,
আমাদের দেশকে আমরা ভালোবাসি
আমাদের জীবনের থেকেও বেশি।
তোমার বুকে জন্ম নিয়ে মাগো
আমরা সকলে অনন্ত মহা ধন্য,
ত্রিশ লক্ষ তার অধিক জীবন বিলিয়ে
দিয়েছে মাগো তোমার জন্য।
প্রয়োজনে আরো জীবন দেবো তবুও
তোমায় চিনিয়ে নিতে দেবোনা কেউ,
মাগো তুমি লক্ষ লক্ষ সন্তানের
মা স্পষ্ট ভাষায় বলে দেও।
তুমি মাগো অনন্য সাহসী
মহান মাথা ঠেকানোর নয়,
তোমাকে বাঁচাতে আমরা কখনো
জীবন দিতে করিনা ভয়।
মাগো তোমার পবিত্র অঙ্গে লাগাতে
দেবো না অন্যায় অত্যাচারের ছায়া,
তুমি সত্যের দিশারী গান গেয়ে যায়
সহজ সরল সুজন নাওয়ের নাইয়া।
মাগো তুমি সুন্দরের চেয়েও
অধিক সুন্দর মায়াবী রূপবতী,
তোমার রূপের শেষ হবেনা
মাগো হবেনা কখনো ইতি।
তুমি হাসিলে তোমার সন্তানেরা হাসিবে
মাগো তুমি কাঁদিলে কাঁদিবে,
বারবার তোমার মায়াবী মুখ দিয়ে বলো
তোমার বুকে আমাদের জায়গায় দিবে।
মাগো তোমায় আমরা ভালোবাসি
অনন্য মহা পাগলেরি মতন,
তোমার তরে বিলিয়ে দিয়েছি মাগো
আমাদের এই ছোটো জীবন।
কবি পরিচিতিঃ উদীয়মান কবি সাব্বির আহমেদ বাংলাদেশের বৃহত্তর মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী রাজনগর উপজেলার ফরিদপুর গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৫ জুলাই ২০০৪ সালে জন্মগ্রহণ করেন। বাবার নাম মুহাম্মদ মনফর মিয়া একজন জন নন্দিত কৃষক, মায়ের নাম খয়রুন বেগম, ভাইয়ের নাম মিনার আহমেদ একজন লেখক। নিজ গ্রামের জনতা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালে প্রবেশিকায় উত্তীর্ণ হন। বর্তমানে তিনি রাজনগর সরকারী কলেজে অধ্যায়নরত আছেন। স্কুল জীবন থেকেই তার লেখালেখির হাতে কড়ি। সাহিত্যচর্চা করে চলছেন অনাবিরত নিরলসভাবে।সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২৩ সালে রূপকথা সাহিত্য সংসদ কর্তৃক " কাজী নজরুল ইসলাম সাহিত্য পুরস্কার " পেয়েছেন। তিনি সকলের কাছে দোয়া ও আশির্বাদ প্রার্থী।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.