বই সম্পর্কে জানার ইচ্ছে বা আগ্রহ কখনোই আপনাকে বিপথগামী করবে না। নিশ্চিয় বই আপনাকে সত্যের পথে ন্যায়ের পথ দেখাবে। জীবনে শুরুতে বই পড়াটা শুরু হয়েছিলো না বুঝে, কিন্তু সময়ের পালাক্রমে আজকে আমি বইপ্রেমি। নিত্য নতুন জানতে ভালোবাসি সেই বইয়ের পাতায়। লেখের অক্লান্ত পরিশ্রমে যে বইটি আমাকে কাছে আছে তা কখনই ক্লান্ত হয় না। সব সময় প্রস্তুত থাকে নিজেকে উৎসর্গ করতে। বই মানুষের বন্ধু, জাতীর বন্ধু। বইয়ের প্রতিটি কারো তেমন অভিযোগ নেই বললেই চলে, প্রতি বছরের ২৩ শে এপ্রিল বই দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, প্রিয় জনকে সেরা উপহার দিতে চাইলে বই দিন।
কবি, লেখকেরা নিয়মিতই তাদের সম্পদ বাড়িয়ে যাচ্ছেন, কিছু পাঠক ও আছে যেগুলো আহরণ করছেন। যাই হোক, নিচে বই দিবসের কিছু কথা ও কবিতা গুলো আপনার ভালো লাগবে।
আব্বু আমায় নিয়ে চলো
বইমেলাতে যাবো
বইয়ের সাথে কথা বলে
ভীষণ মজা পাবো।
ঘুরবো গিয়ে বইমেলাতে
নতুন বইয়ের গন্ধে,
হারিয়ে যাবল শিশুতলষের-
মজার-মজার ছন্দে।
আব্বু আমায় কিনে দিবে
মজার যতো পড়া,
চাঁদের বুড়ির গল্পটা চাই
কচি-কাঁচার ছড়া।
ইসলামী বই কিনে দিবে
ভালল মানুষ হতে,
আমার জীবন গড়ব বাবা
সে আর্দশ মতে।
ওঠ বাবা ঘুম থেকে
বই-মেলায় চলো.
অনেক বই এসেছে মেলায়
লেখা গুলি ভালো।
হরেক রকম রঙ্গের বই
মিলছে মিলন মেলা,
অনেক মানুষের দেখাশোনা
হবে শিশুদের মেলা।
বই পড়ার মানুষ কই
বই পড়া ভালো,
কবি জ্ঞানীদের আনাগোনা
বই জ্ঞানের আলো ।
কথার মাঝে কথা সাজানো
পাবে খুঁজে মিল,
কিছু বই কিনতে গেলে
দিবে কিছু ভালো বই।
বইমেলা শুরু হল বই আর বই
তাই নিয়ে চারিদিকে কত হই চই।
কত শত বই আসে জমে উঠে মেলা
ঘুরেফিরে বই দেখে কেটে যায় বেলা।
নতুন পুরান সব মিশে একাকার
এ যেন বাগান মাঝে ফুলের বাহার।
কত শত ফুল ফোটে সুবাস ছড়ায়
সে সুবাস পাঠকের হৃদয়ে গড়ায়।
কখনো লেখক আসে নিজ বই নিয়ে
ব্যস্ততায় দিন কাটে অটোগ্রাফ দিয়ে।
গল্প আর আড্ডা দিয়ে দিন কেটে যায়
কতকিছু জমা হয় স্মৃতির পাতায়।
এ তো শুধু মেলা নয় ভালোবাসা গড়া
লেখকের অনুভূতি মন দিয়ে পড়া।
যুগের হাওয়ায় ভেসে যুগে মিশে যায়
স্মৃতিকথা হয়ে সব সময়ে গড়ায়।
ভালোবাসা আলো আশা ইতিহাস হয়ে
বইয়ের পাতায় যায় সবকিছু রয়ে।
বইমেলা যে শুরু প্রিয়া
ফেব্রুয়ারি মাসে,
আইসো কিন্তু পড়ব যে বই
পাশাপাশি বসে।
মেলা থেকে কিনে দিবো
তোমায় রেশমি চুড়ি,
তোমার খোঁপায় ফুল পরাবো
যতই হাও না বুড়ি।
কাব্যকুঞ্জে হারিয়ে যাব
গল্প হাসি করে,
গল্পের মাঝে হারিয়ে যাব
হাতে হাতটি ধরে।
আমার লেখা বইটি তোমার
শোভা পাবে হাতে,
পাঠক সমাজ ক্যাম'রা হাতে
মিডিয়া রবে সাথে।
বছর ঘুরে আসবে একুশ
চলবে প্রাণের মেলা,
হয়তো তোমায় খুঁজবো
হেথায়,
জীবন সাঁঝের বেলা।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.