ছদ্দবেশীর দুনিয়া – আফরোজা আফরিন
ছদ্দবেশীর দুনিয়া আফরোজা আফরিন চারপাশে কেবল মুখোশধারী ছদ্দবেশী , শত নোংরামি আড়ালে লোকের চোখে যাচ্ছে ভালোমানুষি । একজন কে সর্বহারা করে দিয়ে অন্য পাশে অন্য একজন কে সামান্য বিলিয়ে সমাজের কাছে মানবদরদী সাজে! ক’জন এ বা আর জানে কতটা পশুত্ব লুকিয়ে আছে ওই উল্কা দরদীর মুখোশের আড়ালে। হিংস্র এক দল আছে যারা, সৎ মানুষগুলোর কাজে, […]