মানুষ এবং নিয়তি
মানুষ এবং নিয়তি মোঃ বেলাল উদ্দিন মানুষের মন অনন্ত ভান্ডার। যেখানে যেভাবে ঘুড়ায় ঘোরে। স্মৃতি বিরহ অবুঝ কান্না কখনও ফুটে বলা যায় কখনও আবার নিরবে কাঁদায়। লুকোচুরি খেলায় খেলে মানুষ। প্রচন্ড ব্যথা মুচড়ে গেলেও অশান্ত মনেও মানুষ হাসে। নিজের চাওয়াটা অন্যকে বিলায় অন্যের পাইয়ে দেওয়ায় নিজের সুখ খুঁজে, এযেন প্রকৃতির নীলা খেলা। মানুষের মনটা বিশাল […]