পল্লীকবি জসীমউদ্দিন স্মৃতিপদক- ২০২২
আলহামদুলিল্লাহ,,, এই প্রতিবেদনের মাধ্যমে ❝পল্লীকবি জসীমউদ্দিন স্মৃতিপদক-২০২২❞ এর লেখক তালিকা প্রকাশ করা হলো।
❝পল্লীকবি জসীমউদ্দিন স্মৃতিপদক- ২০২২❞ এর লেখক তালিকাটি কে উপস্থাপনের সুবিধার জন্য ২ টি বিভাগে ভাগ করা হয়েছে। উল্লেখ্য থাকছে যে, এটা কোন লেখার মানের নির্ভর করে না। ২০২২ সালের মার্চ মাসে ❝মাসিক চিরকুটে সাহিত্য পত্রিকার এর সংখ্যায়❞ চিরকুটে সাহিত্য ও সংস্কৃতি পরিষদের পরিচালনায় এই ইভেন্ট-টির আয়োজন করা হয়েছে।
⚫বিভাগঃ- ❝গাছ❞
(০১) আল আমিন হুসাইন (ফিচার)
(০২) নুর মোহাম্মদ মেহেদী (গল্প)
(০৩) এম.টি.এইচ তানভীর (গল্প)
(০৪) বেলাল হোসাইন বিদ্যুৎ (গল্প)
(০৫) মাহবুবুর রহমান (গল্প)
(০৬) সানজিদা সাবিহা
(০৭) উসাইমা আফিফা
(০৮) নওরীন শবনম
(০৯) মোহাম্মদ আবির হোসেন
(১০) সাকিব মৃধা
(১১) আফসানা জাহান আরফা
(১২) মো. রাকিব হোসেন
(১৩) বিভীষণ মিত্র
(১৪) মোঃ হাবিবুর রহমান রাফি
(১৫) সামিয়া আক্তার
(১৬) জামিল খান
(১৭) নূর আলম গন্ধী
(১৮) মোঃ রাকিবুল ইসলাম আকাশ
(১৯) আশরাফ মাহমুদ রিপন
(২০) সামাউন আলী
(২১) এস.এম আলী সুমন (প্রবন্ধ)
(২২) এন আই রোকন আল জাহাঙ্গীর (প্রবন্ধ)
(২৩) মোহাম্মদ ইমাদ উদ্দীন (প্রবন্ধ)
(২৪) মিনহাজুল আবেদীন (ওয়াদুদী)
যাদের নাম তালিকায় নেই, লেখা মনোনিত হয়েছিলো এবং শর্ত পূরণ করেছেন। তাঁরা প্রত্যেকেই পুরষ্কারটি পাবেন ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.