তরুণ কবি ও লেখক আসলিহানের প্রকৃত নাম সহ সংক্ষিপ্ত পরিচিত, জীবনী, সাহিত্য জগতে প্রবেশ সহ প্রকাশিত বইয়ের তালিকা, পুরস্কার ও সম্মাননা সম্পর্কে জানবো..
কবি আসলিহান (ছদ্মনাম) আসল নাম রিনা আক্তার, বিখ্যাত ময়মনসিংহ গীতিকার অন্যতম সংগ্রাহক, প্রবন্ধকার প্রয়াত চন্দ্র কুমার দে এর জেলার অন্তর্গত, জনপ্রিয় কবি, সাবেক সাংবাদিক হেলাল হাফিজ এর উপজেলার ৭ নং সুখারী ইউনিয়নের কুট্টাকান্দা গ্রামের বড়বাড়ির পিতা মো: আব্দুল কাইয়ুম ও মাতা খালেদা আক্তারের কোল আলোকিত করে সম্ভ্রান্ত মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৮/১২/১৯৯৮ ইং সনে জন্মগ্রহণ করেন। তারা মোট ছয় ভাই বোন। তিনি দুই ভাই ও চার বোনের মধ্যে পঞ্চম। তিনি পরিবারের সাথে সময় কাটাতে এবং ছোট বোন এর সাথে খুনসুটি করতে পছন্দ করেন। উনার পরিবারটি উনার নিজ এলাকার শিক্ষিত পরিবারের একটি।
শিক্ষা জীবনে প্রথম অক্ষর জ্ঞান অন্য ভাই-বোনদের মতই মায়ের কাছে থেকে শুরু হয়, এরপর বড় বোন হামিদা আক্তারের হাত ধরে উনারই শিক্ষকথায় ব্রাক সংস্থার একটি স্কুলে (ব্র্যাক স্কুল) তৃতীয় শ্রেণী পর্যন্ত এবং পরবর্তীতে ৪৯ নং বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা জীবন শেষ করেন। ২০১৩ সালে বাউসা উচ্চ বিদ্যালয় হতে জেএসসি ও ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এবং পরবর্তীতে বড় ভাই আব্দুল আউয়াল (পলাশ) এর তত্ত্বাবধানে ২০১৫-১৬ সেশনে এস টি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, সিভিল ডিপার্টমেন্ট থেকে দীর্ঘ চার বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পূর্ণ করেন।
ডিপ্লোমা কোর্সের সর্বশেষ পর্বে অর্থাৎ একটি কনসাল্টিং ফার্মে শিক্ষানবিশ থাকাকালীন সময়ে নিজ ইনস্টিটিউটে ২০১৯ সালে অতিথি শিক্ষক হিসেবে এবং পরবর্তীতে ২০২২ সালে জুনিয়র ইন্সট্রাক্টর পদে যোগদান করেন। বর্তমানে ওই পেশার পাশাপাশি ব্যাক্তি মালিকানাধীন একটি হসপিটালে কর্মরত আছেন।
ছোট বেলায় সাহিত্যের প্রতি খুব একটা টান না থাকলেও শৈশবকালে অর্থাৎ হাই স্কুল জীবনের শেষের দিকে তিনি বিভিন্ন লেখকের বই পড়া শুরু করেন। আর সেখান থেকেই তার সাহিত্যের প্রতি আলাদা রকমের ভালোলাগা তৈরি হয়। অবসর সময়ে বই পড়তে পছন্দ করেন এবং তার পছন্দের বই গুলোর মধ্যে " বি স্মার্ট উইথ মুহাম্মদ " অন্যতম। তিনি কলেজে থাকাকালীন সময়ে লিখতে চাইলেও তা হয়ে উঠেনি। তিনি ২০২০ সালে লেখালেখি শুরু করেন এবং ২০২৩ সালের ১৯ অক্টোবরে ইতুনি সাহিত্য সংসদ (ইসাস) এর লিটলম্যাগাজিন ভিনচোখ এর সম্পাদক, কবি ওয়াসীম ফিরোজ এর সার্বিক সহযোগিতায় তার প্রথম কবিতা "বসন্তে প্রকৃতির রূপ" আয়শা অপু প্রকাশিত দ্বীমত প্রকাশন থেকে প্রথম কোন লিখা প্রকাশিত হয়। এরপর মাসিক চিরকুটে সাহিত্য পত্রিকায় কিছু লিখা প্রকাশিত হয়। তার লেখা যৌথ কাব্যগ্রন্থ "তুমি মানে অন্য রকম" চিরকুটে সাহিত্য প্রকাশনী থেকে প্রকাশের অপেক্ষায়। এছাড়াও তিনি বর্তমানে নিয়মিত ব্যবধানে বিভিন্ন মাসিক সাহিত্য পত্রিকা, ম্যাগাজিন ইত্যাদিতে লেখালেখি করেন।
কবি সুকুমার রায় সাহিত্য পুরস্কার-২০২৩ (ক্রেস্ট ও সম্মাননা সনদ), সাপ্তাহিক অনুমতি পত্রিকা ।
নিয়মিত পড়ুন এবং লেখুন চিরকুটে সাহিত্য প্লাটফর্মে |
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.