প্রতিক্ষিত বসন্ত কলমে আতিয়া মাহজাবিন
প্রতিক্ষিত বসন্ত আতিয়া মাহজাবিন শহীদের ওই শান্ত কবরে কুয়াশা জমেছে গাঢ়, গাঁদা আর লাল পুষ্পের ঘ্রাণে বিলাপ বেড়েছে আরও। বিচারের বাণী গুমরে কাঁদছে বিচারহীনতার জালে, অপরাধবোধের গ্লানি মাখে আজ জনতা সকল কালে। সেই বিষাদেই দাউদাউ করে জ্বলে ওঠে অগ্নিকাণ্ড, অগ্নিস্ফূলঙ্গ ছিঁড়ে নিতে চায় অন্যায়ের ব্রহ্মাণ্ড! বজ্রকণ্ঠে গর্জে উঠেছে শোষিত প্রাণের দাবি, ‘বিচার চাইই!’ নইলে মিলবে […]









