মুক্তি কলমে রওনক জাহান বৈশাখী
মুক্তি রওনক জাহান বৈশাখী চেয়েছিলাম, খোলা আকাশের নীচে দাঁড়িয়ে নিব এক সুদীর্ঘ নিঃশ্বাস, কিন্তু পেয়েছি শ্বাসরুদ্ধতা। জোনাকি পোকার আলোয় বসে গল্প করব হলো না, হয়েছে অমাবস্যার ঘোর অন্ধকার। ভেবেছিলাম কোনো এক কাক ডাকা ভোরে উঠে দেখবো, রক্তিম সূর্য।কিন্তু এখন আমি চার দেয়ালে আটক। জানালার পাশে দাঁড়িয়ে যতটুক চোখ যায় তাই দেখি। চোখে তো আবার ঝাপসা […]