About Us

চিরকুটে সাহিত্য কি?

chirkutesahitto.com একটি অনলাইন প্রচারণা মাধ্যম মাত্র। চিরকুটে সাহিত্যে’র উর্দ্দেশ্য কি? কবি’র কলমে বিশ্বচেনা.. এই প্রতিপাদ্যটি কে সামনে রেখেই chirkutesahitto.com এর যাত্রা শুরু। সমাজে এখনও অনেক লেখক আছেন, যারা সময় ও অর্থের সংমিশ্রন না থাকার কারনে তাদের প্রতিভা দিনে দিনে হারিয়ে যাচ্ছে। তাই তাদের কথা মাথায় রেখেই আমাদের পথ চলা। chirkutesahitto.com থেকে আমরা প্রতি বছর বেশ কয়েকটি বই প্রকাশ করব…. যেখানে chirkutesahitto.com এর সদস্যগনের লেখা অগ্রাধীকার পাবে.. যা অনলাইন ও অফলাইন দু-ভাবেই সবার মাঝে প্রকাশ করা হবে.. পৃথিবীর যেকোন প্রান্ত থেকে বইগুলো সংগ্রহ করা যাবে। চিরকুটে সাহিত্য এ কেন লিখবেন? বর্তমানে বেশির ভাগ কবি সাহিত্যিক গন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেই তাদের লেখা প্রকাশ করেন। কিন্তু ফেসবুকে লিখলে তা দিনে দিনে নিচে পড়ে যায়.. মানে কবিতা/লেখা গুলো দিনে দিনে যেন হারিয়ে যায়। মানে আমি বোঝাতে চাচ্ছি যে ফেসবুকে লেখা পোষ্ট করলে তা সাময়িক ভাবে সামনে দেখা বা লাইক কমেন্ট পাওয়া যায় কিন্তু নিজের প্রয়োজনেও তা খুঁজতে যেন একদিন লাগে, মানে লেখাটি খুজতে অনেক সময় নষ্ট হয়ে যায়। আর chirkutesahitto.com এ লিখলে, লেখা গুলো সূচিপত্র হিসাবে দেখাবে, তার মানে আপনি বা যে কেউ আপনার লেখা গুলো পড়তে পারবে। তাই chirkutesahitto.com এ কবিতা/লেখা পোষ্ট করা অনেক ভাল। কবিকথায় লেখার উপকারিতা কি? chirkutesahitto.com এ লিখলে আপনাকে তেমন কোন শর্ত দেওয়া হবে না। আর এখান থেকে যে বই প্রকাশ করা হবে তা স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন। অতএব আপনারা সবাই chirkutesahitto.com এ আপনাদের লেখা কবিতা, ছড়া, গল্প ইত্যাদি লিখতে বা পোষ্ট করতে পারেন। অবশেষে আপনাদের দোয়া ও আর্শিবাদ কামনা করছি….. chirkutesahitto.com এর পক্ষ্য থেকে আপনাদের কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভাল থাকবেন এবং ভাল লিখবেন। ধন্যবাদান্তে মুহা. ফাতিহুন নাহিন প্রতিষ্ঠাতা ও পরিচালক chirkutesahitto.com