একটুখানি ভালোবাসা কলমে মোঃ রেবেকা আক্তার
একটুখানি ভালোবাসা মোঃ রেবেকা আক্তার মিজান গাড়ির জন্য অপেক্ষা করছে। তার ড্রাইভার ফারুখ তাকে না বলেই গাড়ি নিয়ে কোথায় যেন গেছে। ভাবতেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে তার। কিছু না বলে বলে বেশী লাই পেয়ে যাচ্ছে ড্রাইভারটা, মনে মনে গালি দিল মিজান। এদিকে তার মায়ের সবকিছু গোছানো হয়ে গেছে। তার বৌ পিংকি বার বার তাগদা দিচ্ছে […]