মৃত্যুপুরী ফিলিস্তিন কলমে শামীমা বেগম
মৃত্যুপুরী ফিলিস্তিন শামীমা বেগম কোথায়, কোথায় আজ বিশ্ব মানবতা? একবারও কি চোখের সামনে ভাসে না, ইসরায়েলের নির্মম বর্বরতা? ফিলিস্তিনের কান্নার আওয়াজ কি এখনো কানে পৌঁছায় নি? মৃত্যুপুরী ফিলিস্তিনের কান্না, কবে বিশ্ব মানবতাকে নাড়া দিবে? আর কত কান্না শোনার পর ঘুম ভাঙবে তোমাদের? আর কত রক্ত ঝরালে নড়ে উঠবে বিশ্ব মানবতা? নাকি পৃথিবীতে মানবতা, আর মনুষ্যত্ব […]