এই আর্টিকেলের মাধ্যমে আমরা তরুণ কবি ও লেখক আহমেদ সজীবের সংক্ষিপ্ত পরিচিতি। তার শিক্ষা জীবন, সাহিত্য জীবনের সূচনা ও প্রকাশিত বইয়ের তালিকা ও সংখ্যা জানতে পারবো।
কবি ও লেখক আহমেদ সজীব (১লা ফেব্রয়ারী ১৯৯৭ খ্রী:)। জন্ম জয়পুরহাট জেলার অন্তর্গত আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের কাঁনছপাড়া(বিনঝাড়) গ্রামে। পিতার নাম আজিজার রহমান, মাতার নাম আনোয়ারা বেগম। দুই ভাই বোনের মধ্যে তিনি ছোট। সজীব ইবনে সাবাহ্ তার ছদ্মনাম। নওগাঁর জীবনানন্দ নামেও তিনি ব্যাপক পরিচিত।
স্নাতক পাস (২০২২)
ছোট বেলা থেকে তিনি একটু ভাবুক প্রকৃতির। পরিবেশ প্রকৃতিতে যা আছে তার সব কিছু তাকে ভাবিয়ে তোলে। বিভিন্ন লেখার মধ্যে ফুটিয়ে তোলেন সে সব অপ্রকাশিত ভাবনা গুলো। স্কুল জীবন থেকে লেখালেখিতে হাতেখড়ি। সপ্তম শ্রেণীতে পড়তে প্রথম "ভরদুপুরে" নামে কবিতা লিখেন এবং জয়পুর বার্তা নামক পত্রিকায় প্রকাশ করেন। কবিতা ছারাও গল্প প্রবন্ধ ইত্যাদি লিখেন তিনি। সতন্ত্র বাচনভঙ্গি ও শ্রুতি মধুরতার জন্য তার কবিতা ব্যাপক জনপ্রিয়। বিভিন্ন সময় বিভিন্ন পত্র পত্রিকা ও যৌথ বইয়ে তার অনেক লেখা প্রকাশিত হয়েছে। পেয়েছে সম্মাননা ও পুরস্কার। প্রেম, বিরহ,বিদ্রোহ, মা-মাটি,মুক্তিযুদ্ধ, প্রকৃতি তার কবিতার প্রধান উপজীব্য বিষয়। বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে রয়েছে তার নিবিড় সম্পর্ক।
হৃদির যত কথা
রুধির প্রিয়া ( ই-বুক)
সময়ের সুর শ্রেষ্ঠ কবি সম্মাননা (২০২১)
মাসিক সময়ের সুর সাহিত্য পুরস্কার (২০২২)
মৌমাছি প্রকাশনী সেরা লেখক সম্মাননা (২০২২)
বগুড়া সংহতি সঙ্ঘ সাহিত্য পুরস্কার (২০২৩)
কবি আহসান হাবীব পুরস্কার (২০২৩)
নিয়মিত পড়ুন এবং লেখুন চিরকুটে সাহিত্য প্লাটফর্ম |
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.