তুষারপতন ভাংচুর
আনাচ বিন হোছাইন
বাশখালী, চট্টগ্রাম
তুষারপাত ফাঁদ রেখেছে!রেগে গিয়ে ছন্নতা
বৃষ্টি বৃদ্ধি নিধন ঠেকাতে বিশেষ প্রস্তুতি! হয়তো-বা মন-মানসিকতা।
গরম বরফের জগতে আত্মতুষ্টির রুদ্ধতা ; নীরবতা
সুক্ষ্ম সময়ে তাঁরা জ্বলে ওঠা ডায়েরির পাতা।
সংকীর্ণতা গিয়েছে আবার ঝুঁকি হারিয়ে ঝামেলার দিকে
পুরানো শকুন পেয়েছে জলবায়ু! হারিয়ে অন্যদিকে।
রাত নিঝুম!
পেয়েছে ঠান্ডা ঘুম।
তুষারপাত ফাঁদে ক্ষেপে ক্ষেপণাস্ত্র হয়ে! হয়েছে আগুন।
আলো নিঝুম!
বরফের জগতে হয়েছি নির্গুম।
আলোর আধারে কলালক্ষ্মীর কোমল মাটির আগুন
জ্বালিয়ে দিয়েছে আগুন! জ্বালিয়ে আসুন।
তপ্ত দুপুরে তৃষ্ণতায়! বরফের কাঁধে পানির স্তুপ
গরমের উঞ্চতায় হারিয়ে গিয়েছে কুতুব।
তুষার ঝড়ে দুমড়ে মুচড়ে আগের রুপ
আমি অবাক হয়ে চুপ।
নিয়মিত পড়ুন চিরকুটে সাহিত্য
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.