প্রিয় মানুষের জন্য চিঠি |
প্রিয় সানজিদা, |
হয়তো অন্যান্য প্রেমিক পুরুষের মতো আমি না। যদিও আমার ধারণা পুরোপুরিই অন্যরকম ছিলো। হয়তো বা সময়ের পরিবর্তনে আমিও খারাপ হয়ে যেতাম। যাই হোক, আমাদের প্রেম/ ভালোবাসা শুরুই হয়নি। আমি মনে করি, আমার যেতেহু তোমাকে ভালো লেগেছে, সেহেতু তোমার ও আমাকে ভালোই লাগবে, এটা আমি নিশ্চিত।
ছেলে মেয়ের মধ্যে বন্ধুত্ব হয় না। আমি যখনি ভালোবাসি বলেছি, তখনি বন্ধুত্বের কথা বলেছিলে বা ভাই বলেছিলে৷ এইসব বন্ধু আর ভাই, আমার মতে রিলেশন করার চেয়েও খারাপ একটা সম্পর্ক।
ইচ্ছে, আকাঙ্খা, স্বপ্ন সবারোই আছে৷ সবার মা-বাবার স্বপ্ন তাঁর ছেলে মেয়ে ভালোভাবে পড়াশোনা করুক। ভালো কিছু একটা করে সুনাম বয়ে আনুক। সেখানে আমি খুব খারাপ একটা মানুষ, বাবার ঘাম ঝাড়ানো টাকা নষ্ট করছি ঘুমিয়ে, বিড়ি/সিগারট খেয়ে। আরো সেজেছি আরেকটা জীবন নষ্ট করতে।
আমি তোমার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করছি, আমাকে কখনো এই প্রেম ভালোবাসা দিক থেকে প্রশ্রয় না দেওয়ার জন্য। আর যাই হোক না কেন, আমার পছন্দ টা আমাকে ভালো একটা শিক্ষা দিলো। আর হয়তো মেসেজ করবো না, যদি আবেগের বসে মেসেজ দিয়েই ফেলি রিপ্লাই দিও নাহ্। আমার খারাপ দিক গুলো মনে করে, আমাকে ঘৃণার চোখে দেখিও। আমার এই মেসেজ গুলো দেখে দূর্বল হইয়ো না, এগুলো ফাঁদ মনে করে এড়িয়ে যাবা। এতো গুলোই মনের ভাব ছিলো, যেগুলো অবশেষে বলে ফেললাম। একটু প্রশান্তির জন্য বলেই ফেললাম। ভুল হলে মাফ করে দিও।
মোঃ রাশেদ ইসলাম |
প্রিয় মানুষের জন্য চিঠি লেখুন |
প্রিয় মানুষ সবারি আছে৷ ভালো লাগা গুলোই খুব সহজেই ভালোবাসায় পরিণত হয়। প্রিয় মানুষের কাছে বেশির ভাগ সময় চিঠি লেখা হতো। এখন সময়ের পরিবর্তনে শুরু হয়েছে চ্যাটিং। মহূর্তের মধ্যে জেনে নেওয়া যাচ্ছে সব কিছু। তবে এমনো অনেক মানুষ আছে, যারা শখ করেই চিঠি লেখে। বিরহের হোক কিংবা রোমান্টিক।
মানব জীবন কিছু সীমাবদ্ধতা রয়েছে, এই সীমাবদ্ধতা গুলো মধ্যে যেন আমরা সব সময় সব মানুষের সাথে কথা বলতে পারি না। এই মনের ভাব প্রকাশের জন্য আমার বিভিন্ন ক্ষেত্র অবলম্বন করি। প্রিয় মানুষের জন্য চিঠি লেখি।
সরাসরি কথা না বলতে প্রায়, আমরা অনেক সময় চিঠি লেখি। এই চিঠি লেখার অনেক নিয়ম রয়েছে যেগুলো জেনে সঠিক নিয়মে চিঠি লেখলে আমরা খুব সহজেই আমাদের হিতা কাঙ্ক্ষিকে ইমপ্রেস করতে পারবো।
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- চিরকুটে সাহিত্যে, Search Human
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.