স্বপ্নবাজ তরুণী কানেতা সুলতানা সুমাইয়া
মেডিকেলে পড়ার স্বপ্ন কার না থাকে?
তেমন একজন স্বপ্নবাজ তরুণীর নাম কানেতা সুলতানা সুমাইয়া। ছোট্ট কাল থেকে ডাক্তার হওয়ায় প্রচন্ড ইচ্ছে ছিল সুমাইয়া।পর্যটক নগরী কক্সবাজারে সুমাইয়ার জন্ম।
বাবা মোস্তাক আহমেদ একজন শিক্ষক। মা নাছিমা বেগম।
বাবা-মা রীতিমতো স্বপ্নবাজ মেয়েকে নিয়ে স্বপ্ন দেখতেন মেয়ে একদিন ডাক্তার হবে,কারণ সুমাইয়া ছোট্ট কাল থেকে দুরন্ত মেধাবী ছিলেন।ছোট্ট কাল থেকে বাবার মাদ্রাসায় 'কক্সবাজার বালিকা মাদ্রাসা'থেকে ssc তে GPA-5 পেয়ে কক্সবাজার সরকারি কলেজে ভর্তি হন।
HSC পরিক্ষাতেও সুমাইয়া কৃতিত্বের স্বাক্ষর রাখে। এর পরে ২০২০-২০২১ মেডিকেল ভর্তি যুদ্ধে অংশ নেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের কাছে সুমাইয়া হেরে যান।কিন্তু সুমাইয়ার তার স্বপ্নকে কোনভাবে না করতে না পেরে সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নে।এরমাঝে চবি ভর্তি যুদ্ধে অংশ নিয়ে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে ভর্তিরত থাকেন।
সুমাইয়া বলে তার মনে অনেক শঙ্কা, সম্ভবনা ছিল নিজ লক্ষ্যে পৌছাতে পারবে কি না।কিন্তু তাঁর অসীম ধৈর্য,আত্মবিশ্বাস, কঠুর পরিশ্রমের ফল আজ তার মুখের হাসির ঢেউ ,বাবা -মায়ের স্বপ্ন পূরণ।
সুমাইয়া আরো বলে -
লেগে থাকলে স্রষ্টা স্বপ্ন পূর্ণ করে দেয়।অপূর্ণ কিছু রাখে না।
সুমাইয়া সবার কাছে দোয়া চাই, যাতে মানবিক ডাক্তার হতে পারে।
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- INLISO Chirkute Sahitto
সম্পাদক ও প্রকাশক মোঃ নাহিদ হাসান প্রধান
Copyright © 2024 Chirkute Sahitto. Powered by Chirkute Team.